সিরাজগঞ্জে ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
মিঠুন কুমার দাস, সিরাজগঞ্জ : চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের প্রধান ফসল ধান। আর এ ফসলের ওপর নির্ভর করে বেঁচে থাকেন সিরাজগঞ্জের হাজার হাজার কৃষক-শ্রমিক।
এ বছর উৎপাদন ভাল হওয়ায় কৃষক-শ্রমিকরা উৎসবে ধান কাটা শুরু করেছেন।
ধানের দাম মনপ্রতি ৮০০-৮৫০ টাকা হওয়ায় কৃষকরাও আনন্দিত। তবে ধান কাটা শেষ হওয়া পর্যন্ত এ দাম থাকলে কৃষকরা আরও উপকৃত হবেন।
খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জে ৬১ হাজার ১৭৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় অধিক। আবহাওয়া অনুকূল ও পোকামাকড়ের তেমন আক্রমণ না থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন দেখে কৃষকের মুখেও হাসি ফুটেছে।
কৃষকদের পাশাপাশি ধান কেটে ন্যায্য মজুরি পাওয়ায় শ্রমিকরাও খুশি। ফলন ভাল হওয়ায় প্রতি হেক্টরে তিন টন চাল উৎপাদন হচ্ছে।
কৃষক আবদুল আজিজ ও তারা মিয়া জানান, গত ১০ বছরের মধ্যে এবার ধানের ফলন ভাল হয়েছে। দামও ভাল।
আদিবাসী শ্রমিক নিরালা মাহাতো ও আবদুর করিম জানান, কাজ করে দৈনিক ৩০০-৩৫০ টাকা পাওয়া যায়। এ দিয়ে সংসার ভালভাবে চলে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী এ পর্যন্ত ৪০ ভাগের বেশি ধান কাটা হয়েছে বলে জানান।