আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে : ওবায়দুল কাদের
আলোকিত প্রতিবেদক : মতিঝিলে বুধবার রাতে বিআরটিসির বাস পোড়ানোর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন জঙ্গিদের মাঠে নামিয়েছে বলে তথ্য আছে। অস্ত্রবাজদের মাঠে নামালে খবর আছে।
তিনি বলেন, খেলা হবে আর আমাদের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ললিপপ খাবে, তা হবে না। প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লায় সতর্ক পাহারা দেবে নেতা-কর্মীরা।
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। খেলা হবে আন্দোলনে, নির্বাচনের মাঠে, ডিসেম্বরে।
তিনি আরও বলেন, আপনারা সমাবেশ করবেন সুশৃঙ্খলভাবে, মারামারি নয়। আক্রমণ করলে আমরাও পাল্টা আক্রমণ করব কি না, সেটা সময় বলে দেবে।