এক গ্রামে ১১ ধর্ষক!
নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সুধারাম থানায় ১১ ধর্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এর মধ্যে একজন কথিত প্রেমিক। বাকি ১০ জন কথিত বন্ধু।
এই ১১ জন আবার একই গ্রামের।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের গোরাপুর গ্রামের এক তরুণীর সাথে রামকৃষ্ণপুর গ্রামের সুমন মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন।
তিনি বেড়াতে যাওয়ার কথা বলে তরুণী ও তার ছোট বোনকে বৃহস্পতিবার সন্ধ্যায় আসতে বলেন।
তরুণী বোনসহ গেলে সুমন ও তার ১০ বন্ধু তাদেরকে ধানক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
পরে রাত ১০টার দিকে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় ওই তরুণী শুক্রবার সকালে থানায় মামলা করেন।
পুলিশ এক নম্বর আসামি সুমনকে গ্রেফতার করেছে। বাকিরা পলাতক রয়েছেন।
তারা হলেন সুজন, জাবেদ, রনি, লুতু, মামুন, শাকিল, রাশেদ, আকবর, রিয়াজ ও হেলাল।