শিয়া নেতার ফাঁসি : ইরানে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীদের আগুন

ডেস্ক নিউজ : সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতা শেখ আল নিমরের ফাঁসি কার্যকর করায় ইরানে সৌদি দূতাবাসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

রবিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে এ ঘটনা ঘটে।

শনিবার সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে ওই নিমরসহ ৪৭ আসামির ফাঁসি কার্যকর করে সৌদি সরকার।

নিমরের ফাঁসি কার্যকর করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

ইরান সরকার বলেছে, এর জন্য সৌদি আরবকে অচিরেই চড়া মূল্য দিতে হবে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, নিমরের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে সৌদি আরব, ইরান, বাহরাইনসহ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে।

ইরানে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সৌদি দূতাবাসে হামলা চালায়। তারা দূতাবাসের আসবাব ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও খবর