৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

ডেস্ক নিউজ : দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে, আর্জেন্টিনা, উরুগুয়ে ও ব্রাজিলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।

বন্যাদুর্গত এলাকা থেকে এরই মধ্যে দেড় লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এ পর্যন্ত মারা গেছে ছয়জন।

বলা হচ্ছে, ওই অঞ্চলে গত ৫০ বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা।

বিবিসির খবরে বলা হয়, অতি বৃষ্টিজনিত জলবায়ু পরিস্থিতি ‘এল নিনোর’ কারণে চলতি গ্রীষ্মে সেখানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্যারাগুয়েতে। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।