চাচার জিঘাংসা : শৈলকুপায় তিন শিশুকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা
নিউজ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় চাচার জিঘাংসার শিকার হয়েছে তিন শিশু।
তাদেরকে নির্মমভাবে হাত-পা বেঁধে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।
সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল সাংবাদিকদের জানান, উপজেলার কবিরপুর গ্রামের দুই ভাই ইকবাল হোসেন ও দেলোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বাড়ি ফাঁকা পেয়ে বড় ভাই ইকবাল ছোট ভাই দেলোয়ার হোসেনের দুই ছেলে মোস্তফা সাফিন (৯) ও মোস্তফা আমিন (৭) এবং ভাগনে ফাহিমকে (১২) ঘরের মধ্যে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে সিলিন্ডারের গ্যাস দিয়ে ঘরে আগুন ধরিয়ে তালা লাগিয়ে দেন।
তারা আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে বারান্দার গ্রিল ও ঘরের তালা ভেঙে তিন শিশুকে উদ্ধার করেন।
প্রথমে তাদেরকে শৈলকুপা হাসপাতালে নেওয়া হলে দুই ভাই সাফিন ও আমিন মারা যায়।
পরে ফাহিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে রাত আটটার দিকে সেও মারা যায়।
সাফিন ও আমিন তৃতীয় শ্রেণিতে পড়ত। তাদের বাবা দেলোয়ার হোসেন স্কুলশিক্ষক। আর ফাহিম অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ইকবালকে গ্রেফতার করেছে।