শ্রীলঙ্কার সেরেন দ্বীপে আদম (আ.)-এর পবিত্র পদচিহ্ন
ডেস্ক নিউজ : মহান আল্লাহ পাক হযরত আদমকে (আ.) জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর পর তিনি ফেরেশতাদের সাহায্যে শ্রীলঙ্কার সেরেন দ্বীপে আসেন।
বঙ্গোপসাগর ও ভারত সাগরের মাঝামাঝি স্থানে এ দ্বীপটি অবস্থিত। ২৫-৩০ মাইল দূর থেকে এটি দেখা যায়।
পাহাড়টির ঠিক মাঝ বরাবর স্থানটিতে পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আ.)-এর পবিত্র পদচিহ্ন।
অবয়বের দিক থেকে অনেকটা জাবালে নূরের মত পাহাড়টি দেখলে মনে হয়, এটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ। এটি বছরের চার মাস বৃষ্টিতে ও মেঘে ভাসে।
১৯০৩ সালে পাহাড়টিতে উঠার জন্য পাথর দ্বারা সিঁড়ি তৈরি করে লোহার রেলিং দেওয়া হয়। যাতে পর্যটকদের উঠতে কোন বেগ পেতে না হয়।