নতুন দপ্তরে ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : মন্ত্রিসভায় নতুন সদস্য যোগ করার পাশাপাশি কয়েকটি দপ্তরে রদবদলও হয়েছে।

এর মধ্যে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে সমাজকল্যাণমন্ত্রী করা হয়েছে।

আর বিমানমন্ত্রী করা হয়েছে নতুন শপথ নেওয়া এ কে এম শাহজাহান কামালকে।

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে পরিবেশ ও বনমন্ত্রী করা হয়েছে।

আর বন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন মঞ্জুকে করা হয়েছে পানিসম্পদমন্ত্রী।

নতুন শপথ নেওয়া মোস্তাফা জব্বারকে টেলিযোগাযোগ ও আইসিটিমন্ত্রী করা হয়েছে।

আর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে করা হয়েছে তথ্য প্রতিমন্ত্রী।

এ ছাড়া প্রতিমন্ত্রী থেকে নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী করা হয়েছে।

নতুন শপথ নেওয়া কাজী কেরামত আলীকে করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী।

আরও খবর