সাবেক ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা : আপিলের রায় ১১ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক : সিলেটে হজরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ২০০৪ সালে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়।
এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।
আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ আহত হন অর্ধশতাধিক।
ওই মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি ও মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহসহ দুজনের যাবজ্জীবন কারাদন্ডের রায় হয়।
এরপর আসামি পক্ষ আপিল করে।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই পক্ষের শুনানি শেষে ১১ ফেব্রুয়ারি রায় ঘোষণার তারিখ ধার্য করেন।