বগুড়ায় মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৬, গ্রেফতার ৪

আলোকিত প্রতিবেদক : বগুড়ায় ভেজাল মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় চার হোমিও ফার্মেসির তিন মালিক ও এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন পারুল হোমিও হলের মালিক নুরুন্নবী শেখ, মুন হোমিও হলের মালিক এম এ খালেক, করতোয়া হোমিও হলের মালিক শাহিনুর ইসলাম ও হাসান হোমিও হলের কর্মচারী জুয়েল।

স্থানীয়রা জানান, মদপানে ১৬ জনের মধ্যে চারজন হাসপাতালে ও ১২ জন বাড়িতে মারা গেছেন। পুলিশ ১০ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, তারা এ পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করেছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, তারা মদপানে মৃত সন্দেহে দুরুলিয়া গ্রামের মেহেদী হাসান ও কাটাবাড়িয়া গ্রামের আহাদ আলীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

মদপানে মৃত শিববাটি এলাকার হোটেল শ্রমিক রঞ্জু মিয়ার ভাই মনোয়ার হোসেন সোমবার রাতে সদর থানায় হত্যা মামলা করেছেন।

আরও খবর