সর্বোচ্চ বায়ুদূষণ গাজীপুরে, সর্বনিম্ন মাদারীপুরে
আলোকিত প্রতিবেদক : দেশের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ বায়ুদূষণ গাজীপুরে ও সর্বনিম্ন দূষণ মাদারীপুরে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এ সমীক্ষা প্রকাশ করে।
কেন্দ্রের ৮১ সদস্যের গবেষক দলের মাধ্যমে ৬৪ জেলার তিন হাজার ১৬৩টি স্থানের বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ পরীক্ষা করা হয়।
সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন ও গবেষক দলের প্রধান আহমদ কামরুজ্জমান মজুমদার।
এতে বলা হয়, পরিবেশ অধিদপ্তর কর্তৃক বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার দৈনিক আদর্শ মান ৬৫ মাইক্রোগ্রাম। সমীক্ষায় গাজীপুরের বায়ুতে প্রতি ঘনমিটারে তা ২৬৩.৫১ মাইক্রোগ্রাম পাওয়া গেছে।
আর মাদারীপুরের বায়ুতে এর পরিমাণ ৪৯.০৮ মাইক্রোগ্রাম। এ ছাড়া শহরভিত্তিক সমীক্ষায় সর্বোচ্চ বায়ুদূষণ পাওয়া গেছে ঢাকায়।
দূষণের কারণ হিসেবে রাস্তা খোঁড়াখুঁড়ি, বড় প্রকল্প, ইটভাটা, শিল্প কারখানা, যানবাহনের কালো ধোঁয়া ও আবর্জনা পোড়ানোকে উল্লেখ করা হয়েছে।