কালিয়াকৈর ও নওগাঁ থেকে ৫ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৩
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর ও নওগাঁয় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের পাঁচ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন চক্রের মূল হোতা শাকিবুর রহমান (৩৫), তার স্ত্রী সেলিনা খাতুন শিরিনা (৩৮) ও রাজিয়া খাতুন (৩৩)।
তারা রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের নদী পথ দিয়ে প্রতি মাসে চার-পাঁচ কেজি হেরোইন এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
তিনি বলেন, নির্ধারিত ব্যক্তিদের কাছে ৫০০-৬০০ গ্রাম করে মাদক সরবরাহ করা হত। বহনকারীকে দেওয়া হত ১৫-২০ হাজার টাকা।
চালান বেশি থাকলে শাকিব নিজেই মোটরসাইকেলযোগে পৌঁছে দিতেন। তার নওগাঁর বাসা থেকে দুই কেজির বেশি হেরোইন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার শাকিবের সঙ্গে রাজিয়া গাজীপুর ও সাভারে হেরোইন সরবরাহের জন্য রওনা হন। পথে কালিয়াকৈরে তাদেরকে আটক করা হয়।
চক্রে ১০-১২ জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। যাদের অধিকাংশই নারী সদস্য।