যুক্তরাষ্ট্রে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার সংক্রমণ, ১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মস্তিষ্কখেকো বিরল অ্যামিবায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওই ব্যক্তি সম্ভবত কলের পানি দিয়ে নাকের সাইনাস ধুয়ে ফেলার পর সংক্রমিত হয়েছিলেন। মস্তিষ্কখেকো অ্যামিবা নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে সংক্রমিত হয়।

ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জে উইলিয়ামস বৃহস্পতিবার জানান, সংক্রমণ কীভাবে ঘটেছে, তা অনুসন্ধানে একাধিক সরকারি সংস্থা কাজ করছে।

দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা জানায়, ওই অ্যামিবার সংক্রমণ প্রায় সব সময়ই মারাত্মক হয়ে থাকে।

এ ধরনের অ্যামিবা সাধারণত সুইমিংপুল, হ্রদ ও পুকুরের পানিতে বাস করে। এটি মুখ দিয়ে ঢুকলে ক্ষতির কারণ হয়ে ওঠে না।

সিডিসি বলছে, বছরে প্রায় তিনজন আমেরিকান এই রোগে সংক্রমিত হচ্ছে। ১৯৬২ থেকে ২০২১ সালের মধ্যে সংক্রমিত ১৫৪ জনের মধ্যে ১৫০ জনই মারা গেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেন, অপরিশোধিত পানি দিয়ে নাক পরিষ্কার করা উচিত নয়। সুইমিংপুলে নেমে নাকে পানি দেওয়া থেকে বিরত থাকতে হবে।

আরও খবর