৫-৬ দিনের মধ্যে পরীক্ষা শেষ হওয়া উচিত : শিক্ষামন্ত্রী

আলোকিত প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষার সময় আমরা আর দীর্ঘায়িত করতে চাই না। এ জন্য পরীক্ষার সংখ্যা কমিয়ে আনার কাজ চলছে।

তিনি মনে করেন, পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পরীক্ষা শেষ হওয়া উচিত।

রবিবার সকালে এইচএসসি পরীক্ষা দেখতে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে গিয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কিছু শিক্ষক এমন সব পথ অবলম্বন করেন যা শিক্ষকসুলভ নয়।

তাদের উদ্দেশে তিনি বলেন, অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের জীবন নষ্ট করবেন না। ধরতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর