পাকিস্তানে গণধর্ষণের শাস্তি ৩০ মণ গম!
ডেস্ক নিউজ : পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে।
আর এর ক্ষতিপূরণ হিসেবে ৩০ মণ গম ধার্য করেছে গ্রাম্য মাতব্বররা।
প্রদেশটির ওমেরকোট জেলার গোলাম নবী শাহ এলাকায় এ ঘটনা ঘটে।
ডনের খবরে বলা হয়, ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার হলে বিষয়টি আপোসের জন্য ওই কিশোরীর বাবাকে চাপ দেওয়া হয়। পরে সালিশে তাদেরকে ৩০ মণ গম দেওয়ার রায় হয়। তিনি তা না মানায় পরিবারটিকে গ্রামছাড়া করার হুমকি দেওয়া হয়।
পরে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে।