কটিয়াদীতে আসামি ছেড়ে দিলেন ওসি আহসান উল্লাহ!

আলোকিত প্রতিবেদক : কিশোরগঞ্জের কটিয়াদী থানার ওসি আহসান উল্লাহর বিরুদ্ধে অপহরণ মামলার আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তিনি এর আগে গাজীপুরের কাপাসিয়ায় থাকাকালীন সময়ে ‘ঘুষের কারবারি’ হিসেবে দৈনিক অন্যদিগন্তে শিরোনাম হয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২১ জানুয়ারি বিকেলে উপজেলার বীর নোয়াকান্দি গ্রামের আসাদ মিয়ার মেয়েকে (১৪) একই গ্রামের জমির উদ্দিনের ছেলে রবিন অপহরণ করে।

পরে নবম শ্রেণির ওই ছাত্রীর বাবা ওসির সাথে কথা বলে থানায় এজাহার দেন।

আসাদ মিয়া সাংবাদিকদের জানান, তিনি এজাহার দেওয়ার পর রাতেই মামলা রেকর্ড হয়। পরদিন দুপুরে মেয়ের ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ নেওয়া হয়। সিভিল সার্জন অফিসে যাওয়ার আগেই তাদের সাথে থাকা কনস্টেবলের কাছে ফোন আসে। তখন পরীক্ষা না করিয়ে থানায় ফিরিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, থানায় গিয়ে তারা আসামি রবিনকে দেখতে পান। তখন ওসি তাদেরকে বাড়ি চলে যেতে বলেন। পরে রবিনকে রাতে ছেড়ে দেওয়া হয়।

ওসি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এফআইআর নথি থেকে পৃষ্ঠা ছিঁড়ে এবং ওই ক্রমিকে অন্য একটি মামলা রেকর্ড করে এটি করেছেন বলে সম্প্রতি জানাজানি হয়।

এ ব্যাপারে ওসি আহসান উল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।

আরও খবর