জিসিসি নির্বাচন : ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড উচ্ছেদ

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় অবৈধ দোকান, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে জাগ্রত চৌরঙ্গীর নিচে উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ, এনডিসি বি এম কুদরত-ই-খুদা প্রমুখ।

রিটার্নিং কর্মকর্তা জানান, সম্ভাব্য প্রার্থীরা যেসব ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়েছেন, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নিতে হবে। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক জানান, ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর হস্তে দমন করা হবে।

আরও খবর