মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘আজব বাঙালি’
আজব বাঙালি
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
কী আজব মানুষ
অদ্ভুত তাদের কাণ্ড!
ভাই আগুনের কুন্ডলীর মাঝে
লেলিহান শিখায় পুড়ছে অট্টালিকা
উৎসুক জনতার ভিড়ে
ব্যস্ত সে মোবাইলে ছবি তোলার কাজে!
হাজার মানুষের অবাক কাণ্ড
চেষ্টা নেই আগুন নেভানোর
তাকিয়ে দমকল বাহিনীর দিকে
নিষ্কর্ম ভীতু পুরুষ সব!
এক বালতি করে পানি যদি দিত
হয়তো বাঁচতো তার ভাই
তুমি কঠিন সময়ে ছবি তোল
বাহবা পাবার আশায়!
কী আজব বাঙালি
মিল তার ইতিহাসের পাতায়!
লর্ড ক্লাইভ ডায়েরিতে লিখেছিলেন
নবাব সিরাজ উদ-দৌলাকে নেওয়ার কালে
বাঙালি দেখেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে।
যদি একটি করে ঢিল বাঙালি দিত
ইংরেজরা হয়তো মিশে যেত মাটিতে।
কী আজব বাঙালি
এখনো তারা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে!
ভয় নেই
কাজী নজরুলের দেশে
ভয় নেই
মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবের দেশে।
বিশ্ববাসী দেখেছে
শিশু নাঈমের সাহসের জয়
দমকল বাহিনীর সাথে হাত বাড়িয়ে
চেষ্টা তার আগুন নেভানোর।
সে তো সাহস ও বুদ্ধির বীর
বাঙালি জাতির উন্নত শির।