গাজীপুরের সাফারি পার্কে লাশ, জোড়া খুনে গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গত ৩০ মার্চ সকালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ৪ নং গেটের ভেতর থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে।
নিহত কবির হাসান (২২) রংপুরের মিঠাপুকুর উপজেলার নয়াপাড়া এলাকার জাবিউল ইসলামের ছেলে।
এ ঘটনায় একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
তারা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুরের রুস্তম আলীর ছেলে মাসুদুর রহমান (৩৭), জালালপুর এলাকার আবদুল হাকিমের ছেলে আবদুল হালিম (৩৬) ও যশোরের চৌগাছার আনোয়ার হোসেনের ছেলে লাল্টু মিয়া (৪১)।
র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, ১ এপ্রিল ঢাকার পল্লবী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে যাচাইকরণ পদ্ধতি অনুসরণ করে পরিচয় শনাক্ত করা হয়।
গ্রেফতারকৃতরা মানব পাচার ও সুদের ব্যবসাসহ নানা অপরাধের সাথে জড়িত। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন।
এদিকে গত ২৫ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যের বাজার এলাকা থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দইল হাটখোলা এলাকার আবদুর রশিদের ছেলে সাগরের (২৫) লাশ উদ্ধার করা হয়।
এএসপি তুষার জানান, চক্রটি ওই হত্যাকাণ্ডের সাথেও জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।