ইমরান খানের সুপারিশে পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দিয়েছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

ডেপুটি স্পিকার এই প্রস্তাবকে সংবিধানের অনুচ্ছেদ ৫-এর বিরোধী আখ্যা দেওয়ার পর ইমরান খান পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান।

পরে প্রেসিডেন্ট আরিফ আলভি পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেন।

রবিবার অধিবেশন শুরু হলে বিরোধীরা হঠাৎ স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন।

অনাস্থা প্রস্তাব নাকচ হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, বিদেশি ষড়যন্ত্রে সরকার পরিবর্তনের প্রচেষ্টা প্রত্যাখ্যান হয়েছে।

দ্য ডনের খবরে বলা হয়, অর্থনৈতিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্র নীতির অভিযোগ তুলে বিরোধী দলগুলো ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছিল।

দেশটির তথ্য প্রতিমন্ত্রী ফররুখ হাবিব বলেছেন, ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও খবর