সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে সিঙ্গাপুরে ৮ বাংলাদেশি আটক : দেশে গ্রেফতার ৫

আলোকিত প্রতিবেদক : সিঙ্গাপুরে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আট বাংলাদেশিকে আটক করা হয়েছে।

গত মাসে তাদেরকে আটক করা হয় বলে মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ব্যক্তি গোপন সংগঠন ইসলামিক স্টেট ইন বাংলাদেশের সদস্য। গত মার্চে সিঙ্গাপুরে মিজানুর নামের এক বাংলাদেশি ওই সংগঠন গড়ে তুলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্তরা নিজ দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এ ষড়যন্ত্র করেন। তাদের মূল পরিকল্পনা ছিল সিরিয়ায় গিয়ে জঙ্গি সংগঠন আইএসে যোগ দেওয়া। তাদের কাছে বোমা তৈরির সরঞ্জাম এবং সরকারি ও সেনা কর্মকর্তাদের নামের তালিকা পাওয়া গেছে।

মঙ্গলবার রাজধানীর বনশ্রীসহ বিভিন্ন এলাকা থেকে একই অভিযোগে সিঙ্গাপুর ফেরত পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর