উড়িষ্যায় ২০০ কিলোমিটার বেগে ফণীর ছোবল
ডেস্ক নিউজ : শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হেনেছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল আটটার দিকে ঘূর্ণিঝড়টি এ আঘাত হানে।
এনডিটিভির খবরে বলা হয়, ফণীর আঘাতের পর প্রবল ঝড়ো হাওয়ায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার।
এর আগে রাজ্য সরকার উপকূলীয় এলাকা থেকে ১০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়।
ফণীর প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে।
ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ধীরে ধীরে তা দুর্বল হবে।