গাজীপুরে প্যারাগনের দখল থেকে ১০ শতাংশ বনভূমি উদ্ধার
সাইফুল ইসলাম ও মেহেদী হাসান সবুজ : গাজীপুরে প্যারাগন গ্রুপের দখল থেকে ১০ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানার নেতৃত্বে ভবানীপুর বিটের বানিয়ারচালা জলপাইতলা এলাকায় অভিযান পরিচালিত হয়।
প্যারাগন পোলট্রির মালিক তাদের নির্মাণাধীন গোডাউনের জন্য সিএস ৩৭০ নং দাগের বনভূমির ওপর দিয়ে ১৫ ফুট প্রস্থবিশিষ্ট ২৭০ ফুট দৈর্ঘ্যের রাস্তা নির্মাণ করে আসছিলেন।
ঘটনাটি রবিবার আলোকিত নিউজের পক্ষ থেকে রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে জানানো হয়।
পরে সরেজমিনে সত্যতা পেয়ে বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদারের নির্দেশে অভিযান চালায় বন বিভাগ।
এ সময় দুই পিকআপ ইট জব্দ করা হয়। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকা।
রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা আলোকিত নিউজকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্যারাগনের মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। বন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোষ আলোকিত নিউজকে বলেন, উদ্ধারকৃত বনভূমিতে চারা রোপণ করা হবে।
উদ্ধার কাজে ভবানীপুর বিট কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন ও বিকেবাড়ি বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বনপ্রহরীরা সহযোগিতা করেন।