নার্সদের ওপর পুলিশি হামলার বিচার দাবি ফখরুলের

আলোকিত প্রতিবেদক : ব্যাচ ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসভবন ঘেরাওকালে নার্সদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে নার্সদের ওপর পুলিশের লাঠিচার্জ ও গরম পানিতে অর্ধশতাধিক নার্স আহত হয়েছেন। পুলিশের নির্মম লাঠিচার্জে সালমা আক্তার নামে এক নার্সের গর্ভপাত ঘটেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। আন্দোলনরত নার্সদের ওপর পুলিশের এ হামলা ন্যক্কারজনক।

আরও খবর