বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১০, আহত ১৮

আলোকিত প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন ১৮ জন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বেতগাড়ী এলাকার হাইওয়ে রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে নিহত হন সাতজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান একজন। আর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান দুজন।

নিহতদের মধ্যে বাস ও ট্রাকের চালক রয়েছেন। এর মধ্যে ভোলা (৪৫) ট্রাকচালক ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেখা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিক থেকে দিনাজপুর যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি কুড়িগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সংঘর্ষে বাসের সামনের দিক থেকে প্রায় অর্ধেক অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকটিও ক্ষতিগ্রস্ত হয়।

আরও খবর