সারা দেশে ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করবে সরকার

আলোকিত প্রতিবেদক : টেকসই ও মানসম্পন্ন শিক্ষার প্রসারে সারা দেশে তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করবে সরকার।

জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট উপস্থাপনায় এ কথা জানান।

প্রকল্প প্রস্তাবে বলা হয়, ঢাকা মহানগরীতে নতুন করে ১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি মহাবিদ্যালয় স্থাপন, ৩১৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তর, জেলা পর্যায়ের ৭০টি সরকারি পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অবকাঠামোর উন্নয়ন করা হবে।

এ ছাড়া প্রতি বিভাগে নতুন পলিটেকনিক ইনস্টিটিউট ও ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল স্থাপন এবং কারিগরি শিক্ষার মানোন্নয়ন করা হবে।

প্রকল্পে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকীকরণে বেসরকারি মাদ্রাসাগুলোর একাডেমিক ভবন নির্মাণ করার কথাও বলা হয়।