আলম বাটপার, মোতাহার মোল্লা কলংক : রিমি
আলোকিত প্রতিবেদক : সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেছেন, যে নিজের বাবার নাম পরিবর্তন করে, সে ঠক ও বাটপার ছাড়া কিছু হতে পারে না।
শনিবার গাজীপুরের কাপাসিয়া ডাকবাংলোতে সাংবাদিকদের সাথে ইফতার-পূর্ব মতবিনিময় সভায় তার ফুফাতো ভাই আলম আহমদকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
রিমি বলেন, কাপাসিয়ায় কৃষক লীগের মাধ্যমে টাকা ছাড়া হচ্ছে। একটা হেলিকপ্টারের ভাড়া কত? এত টাকার উৎস কি? আমি দুদকের দৃষ্টি আকর্ষণ করছি।
তিনি বলেন, মোতাহার মোল্লার মত মানুষের কারণে ভাল মানুষ রাজনীতিতে আসতে পারে না। এ ধরনের মানুষ কলংক।
উল্লেখ্য, মোতাহার হোসেন মোল্লা কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি ও কৃষক লীগের উপদেষ্টা আলম আহমদ আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী।
বঙ্গতাজ কন্যা বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক ব্যবসা করতে টাকা ছাড়া হচ্ছে। মোতাহার মোল্লা টাকা ছাড়া কমিটি করে না।
এ সময় তাকে প্রাণনাশের হুমকি সংবলিত আলম আহমদের একটি ভিডিও ল্যাপটপের মাধ্যমে সাংবাদিকদের দেখানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান প্রমুখ।