ভারতের ওডিশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ২৮৮

ডেস্ক নিউজ : ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে।

দেশটির ওডিশা রাজ্যের ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুধাংশু সারেঙ্গি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।

গত ২০ বছরের মধ্যে এই দুর্ঘটনাকে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলা হচ্ছে।

ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গা বাজার এলাকায় শুক্রবার রাতে তিনটি ট্রেনের সংঘর্ষ হয়।

এতে এ পর্যন্ত ২৮৮ জন নিহত ও অন্তত ৮৫০ জন আহতের খবর পাওয়া গেছে।

রেলওয়ে কর্মকর্তারা সাংবাদিকদের জানান, প্রথমে কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। পাঁচ মিনিট পর ওই এলাকা অতিক্রম করার সময় চেন্নাইগামী শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

এ সময় করমন্ডল এক্সপ্রেস বেঙ্গালুরু-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগিতে আঘাত করে। পরে করমন্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি আগে থেকে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের ওপর আছড়ে পড়ে।

আরও খবর