যুক্তরাষ্ট্র ও চীন থেকে এল আরও ২৩ লাখ করোনার টিকা

আলোকিত প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মডার্নার আরও ১২ লাখ করোনার টিকা ঢাকায় এসেছে।

শনিবার সকালে বিশেষ বিমানে করে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

এ ছাড়া শুক্রবার রাতে চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা ১১ লাখ টিকাও ঢাকায় এসেছে।

বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা আসবে। এই টিকা পাঁচ কোটি মানুষকে দেওয়া যাবে।

করোনা ভাইরাসের টিকা সরবরাহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ টিকা পেল বাংলাদেশ।

আরও খবর