৫৭ ধারার মামলায় পুলিশ সদর দপ্তরের অনুমতি লাগবে
আলোকিত প্রতিবেদক : ৫৭ ধারায় মামলা দায়েরের আগে পুলিশ সদর দপ্তরের আইন শাখার পরামর্শ নেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে আইজিপি এ কে এম শহীদুল হক এ নির্দেশনা দেন।
জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান সাংবাদিকদের বলেন, বৈঠকে দেশে ৫৭ ধারায় মামলা দায়ের নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইজিপি কর্মকর্তাদের নির্দেশনা দেন যে এই ধারায় মামলা করতে হলে সদর দপ্তরের আইন শাখার পরামর্শ নিতে হবে।
নির্দেশনায় বলা হয়, এ সংক্রান্ত মামলা রুজুর ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। অভিযোগ সম্পর্কে কোন সন্দেহের উদ্রেক হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় জিডি করে অভিযোগের সত্যতা সম্পর্কে যাচাই-বাছাই করতে হবে।
এ ছাড়া কোন নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে নির্দেশনায় তাগিদ দেওয়া হয়।