পোলট্রি ও পশুখাদ্যে শূকরের মাংস : ৭৫ লাখ টাকা জরিমানা

আলোকিত প্রতিবেদক : শূকরের মাংস ও চর্বি দিয়ে পোলট্রি ও গবাদিপশুর খাদ্য উৎপাদন করায় কেবিসি এগ্রোকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ঢাকার ধামরাই থানার বাথুলী এলাকায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি সাংবাদিকদের জানান, কারখানাটি ‘হেলথ কেয়ার রাইস ব্রান’ তেল বাজারজাত করছে। মেয়াদ উত্তীর্ণ তেল বাজার থেকে এনে মেয়াদের নতুন লেভেল বসিয়ে পুনরায় বাজারজাত করা হয়।

এ ছাড়া কারখানাটি আমদানি নিষিদ্ধ শূকরের মাংস ও চর্বি দিয়ে পোলট্রি ও গবাদিপশুর খাদ্য উৎপাদন এবং বাজারজাত করে আসছিল।

এসব অপরাধের দায়ে মালিককে ৭৫ লাখ টাকা জরিমানা এবং প্রায় তিন হাজার মেট্রিক টন শূকরের মাংস ও চর্বি জব্দ করা হয়।

আরও খবর