গাজীপুরে অটো ও ভ্যান চালকদের হয়রানি না করার দাবি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে অটোরিকশা-ভ্যান ও ইজিবাইক চালকদের হয়রানি না করার দাবিতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ হয়েছে।
বুধবার গাজীপুর প্রেসক্লাবের সামনে কালিয়াকৈর উপজেলা রিকশা-ভ্যান-মিশুক-ইজিবাইক শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে এ সমাবেশ হয়।
এতে সংগঠনের আহ্বায়ক এনামুল হক মনির সভাপতিত্বে ও সদস্যসচিব শামিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সদস্য আমিনুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক একরামুল হক জিহাদ প্রমুখ।
বক্তারা বলেন, এই যানবাহনগুলো হাইকোর্টের নির্দেশে হাইওয়ে রোড ব্যতীত অন্য রাস্তাগুলোতে চলার পরও পুলিশ আটক ও হয়রানি করছে। তাই জীবিকা নির্বাহের স্বার্থে আটককৃত গাড়ি ছেড়ে দিয়ে লাইসেন্স প্রদান করতে হবে।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দেন।