খারাপ ড্রেনেজ সিস্টেমে মহাসড়কে ভোগান্তি : টঙ্গীতে সড়কমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড্রেনেজ সিস্টেম খারাপ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি পোহাতে হচ্ছে।

তিনি বলেন, বিআরটি প্রকল্পের কাজ ৬৩ দশমিক ২৭ ভাগ শেষ হয়েছে। নির্মাণাধীন ফ্লাইওভারের নিচের ভোগান্তি এই বর্ষাকালেই হবে, আর হবে না।

শুক্রবার গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিআরটি প্রকল্প চালু হলে মহাসড়কের দুই পাশে প্রতি ঘণ্টায় ২০ হাজার যাত্রী পরিবহন করা যাবে। গাজীপুর থেকে ঢাকা যেতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট।

এ সময় উপস্থিত ছিলেন মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুস সবুর, বিআরটি প্রকল্পের পরিচালক ইলিয়াস শাহ, জেলা সওজের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন প্রমুখ।

আরও খবর