১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান : দীপু মনি

আলোকিত প্রতিবেদক : আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

শুক্রবার চাঁদপুর সদরের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন।

তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়ে শিক্ষার্থীদের উৎকণ্ঠার কোন কারণ নেই।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। আমরা উপাচার্যদের সঙ্গে কথা বলেছি।

তারা বলেছেন, শিক্ষার্থীরা প্রথম ডোজ টিকা নেওয়ার পর অক্টোবরের মাঝামাঝি খোলা হতে পারে। এর আগে যদি তারা খুলতে চান, খুলতে পারবেন।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ১৭ মাস বন্ধ রয়েছে। এ কারণে আমাদের দেশে করোনা সংক্রমণ বাড়েনি।

আরও খবর