চট্টগ্রামে বোমা হামলা : জঙ্গি মিজানের ফাঁসি, জাবেদের যাবজ্জীবন
আলোকিত প্রতিবেদক : চট্টগ্রাম আদালতের সামনে বোমা হামলা মামলায় এক জঙ্গির ফাঁসি ও আরেক জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল আলীম এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গির নাম জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জঙ্গির নাম জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ।
রায় ঘোষণার সময় জাবেদ আদালতে উপস্থিত ছিলেন। বোমা মিজান ভারতে গ্রেফতার হয়ে সে দেশের কারাগারে রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে জেএমবি সদস্যরা বোমা হামলা চালায়। এতে কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচারপ্রার্থী শাহাবুদ্দীন নিহত এবং ১০ জন আহত হন।
আরেক মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ তিন জঙ্গিকে এই মামলার চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়।