কাপাসিয়ায় বঙ্গতাজের কর্ম নিয়ে আলোচনা সভা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গতাজ স্মৃতি পাঠাগারের টোক ইউনিয়ন শাখা এ সভার আয়োজন করে।

এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন টোক ইউনিয়ন যুবলীগের সভাপতি আমান উল্লাহ ভূঁইয়া, সহ-সভাপতি শ্যামল চন্দ্র দাস, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেলিম রহমান, সহ-সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আলগীর হোসেন রুবেল প্রমুখ।

সভায় পাঠাগারের টোক ইউনিয়ন শাখার আহ্বায়ক আসাদুল্লাহ মাসুম প্রধান আলোচক হিসেবে বঙ্গতাজের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, বাঙালি জাতির প্রতিটি অর্জনের পেছনে রয়েছে বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদের অবদান। যত দিন এই জাতি থাকবে, তত দিন বঙ্গবন্ধু ও বঙ্গতাজ মানুষের মাঝে বেঁচে থাকবেন।

পরে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।

আরও খবর