কাপাসিয়ায় সাংবাদিককে ৫৭ ধারায় হয়রানি না করার আহ্বান
আলোকিত প্রতিবেদক : বিজ্ঞাপন চ্যানেল ডটকমের এডিটর-ইন-চিফ সাইফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ৫৭ ধারায় করা হয়রানিমূলক মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন।
বনপার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এএইচএম রোকমুনুর জামান রনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও পুলিশের আইজিপি বরাবর আবেদন করে এ দাবি জানান।
আবেদনের অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, কাপাসিয়ার ইউএনও ও থানার ওসি বরাবর দেওয়া হয়েছে।
আবেদনে বলা হয়, সাইফুল ইসলাম মোল্লা বনপার সহ-সভাপতি। তার গ্রামের বাড়ি কাপাসিয়ার বাঘুয়া গ্রামে। তাদের গরু চুরির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বারিষাব ইউপি মেম্বার সুমন বেপারী আদালতে ৫৭ ধারায় মামলা করেন।
মামলাটি বর্তমানে কাপাসিয়া থানা পুলিশের তদন্তাধীন। কিন্তু তদন্ত কার্যক্রম ধীরগতিতে চলায় সাইফুল ইসলাম মোল্লা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ ছাড়া সাইফুল ইসলাম মোল্লা বাদী হয়ে সুমন মেম্বারের বিরুদ্ধে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গরু চুরির একটি মামলা করেছেন। মামলাটির তদন্ত করছে পিবিআই।