ইমরান খানকে গুলি করার কারণ বললেন হামলাকারী

ডেস্ক নিউজ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের কাছে ওই ব্যক্তির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিডিও জিওটিভি তাদের অনলাইনে পোস্ট করেছে।

গুলি করার কারণ হিসেবে তিনি বলেন, ইমরান খান লোকজনকে বিভ্রান্ত করছিলেন। এটা আমি সহ্য করতে পারছিলাম না। আমি উনাকে মেরে ফেলতে চেয়েছিলাম। শুধু ইমরানকে, আর কাউকে না।

ওই ব্যক্তি বলেন, একদিকে আজান হচ্ছিল, আর এখানে ঢাক নিয়ে হল্লা হচ্ছিল। সকাল থেকে এই হামলা নিয়ে আমি পরিকল্পনা করছিলাম। আমি ওকে ছাড়ব না।

এর আগে বৃহস্পতিবার দুপুরে পাঞ্জাবের ওয়াজিরাবাদে আগাম নির্বাচনের দাবিতে চলা লংমার্চের বহরে ঢুকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

এ সময় ইমরান খানের পায়ে কয়েকটি গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে লাহোর শওকত খানম হাসপাতালে ভর্তি করা হয়।

আরও খবর