গাজীপুরে ৮ ইটভাটা উচ্ছেদ : ৪০ লাখ টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে দূষণের দায়ে আটটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় নগরীর কোনাবাড়ি থানার বাঘিয়া ও রাজাবাড়ী এলাকার আটটি ইটভাটা উচ্ছেদ এবং পাঁচ লাখ করে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়।
ভাটাগুলো হল বাঘিয়া ন্যাশনাল ব্রিকস, বাঘিয়া আইজুদ্দিন ব্রিকস-১, বাঘিয়া আইজুদ্দিন ব্রিকস-২, বাঘিয়া অলি ব্রিকস, রূপসা ব্রিকস, বন্ধু ব্রিকস, জিন্নত ব্রিকস-১ ও জিন্নত ব্রিকস-২।
জেলা পরিবেশ কার্যালয়ের উপ-পরিচালক আবদুস সালাম সরকার ও র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার আবদুল্লাহ আল মামুন অভিযানে সহযোগিতা করেন।