করোনার অমিক্রন ধরন ডেল্টার চেয়ে ৩ গুন শক্তিশালী : গবেষণা
ডেস্ক নিউজ : করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমিত করার ক্ষমতা ডেল্টা ও বেটা ধরনের চেয়ে তিন গুন বেশি।
এ ছাড়া ধরনটির পূর্বে করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেওয়ারও সক্ষমতা রয়েছে।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীদের এক গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত ২৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ২৮ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৩৫ হাজার ৬৭০ জন পুনরায় সংক্রমিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
নতুন গবেষণা প্রসঙ্গে বিজ্ঞানী জুলিয়েট পুলিয়াম এক টুইটে লিখেছেন, দক্ষিণ আফ্রিকায় করোনার তিন ঢেউয়ে যারা সংক্রমিত হয়েছিলেন, তাদের অনেকের শরীরে আবার ভাইরাসটি ধরা পড়েছে।
গবেষণাটিকে ‘উচ্চমানের’ আখ্যায়িত করে যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মাইকেল হেড বলেছেন, গবেষণায় যা ওঠে এসেছে, তা খুবই উদ্বেগের।