যুদ্ধাপরাধীদের ছেলে-মেয়েরা সরকারি চাকরি পাবে না : মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের ছেলে-মেয়েরা কোন সরকারি চাকরি পাবে না। তাদের বিচার কার্যক্রম চলতে থাকবে।

বঙ্গবন্ধুর হত্যাকারী যারা দেশের বাইরে আছেন, তাদের ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, তিনি এখনো দেশটাকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখেন। তিনি যুদ্ধাপরাধীদের ইন্ধন দিয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিকারী ও মহান স্বাধীনতাযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের বিচার দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন এর আয়োজন করে।