কালীগঞ্জে আবুল খায়ের গ্রুপের নদী দখল!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে আবুল খায়ের গ্রুপের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ উঠেছে।
উপজেলা প্রশাসন থেকে ২০০ গজ দূরে বালিগাঁও এলাকার শীতলক্ষ্যা নদীতে কৌশলে এ ঘটনা ঘটছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার একাধিক শিল্প প্রতিষ্ঠান নদী দখল করছে। এতে নদীর আয়তন কমে যাওয়ার পাশাপাশি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
ওই এলাকায় আবুল খায়ের সিরামিকস নদীতে গজারি গাছের পাইলিং করে কারখানার আবর্জনা ফেলছে। কারখানার ভেতরে আরও গাছ স্তূপ করে রাখা হয়েছে।
এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক মর্তুজা মাহফুজ দাবি করেন, নদী দখলের ঘটনা ঘটেনি। অনেক আগে পাড় ভাঙনের সময় পাইলিং করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হোসেন জানান, অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।