মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘আমি নেতা হব’

আমি  নেতা  হব
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

বাবা স্বপ্ন দেখে স্বপ্ন বুনে
আমার ছেলে অনেক বড় বিদ্বান হবে
নামী-দামি বিদ্যাপীঠে
বুয়েট, ডুয়েট ডাক্তার ও উকিল
পড়ালেখা অর্জন করে
করবে সেবা জনপথে।
বাবা তোমার ভাবনা মিছে
নিষ্ফল চিন্তা করছ বসে
ডাক্তার, উকিল হিসাব কষে
এমএ, বিএ পাস করে
চাকুরি হবে কেরানি পদে।
দেশ-মাটির প্রজা সব
আমার পিছু ঘুরবে সবে
তাই তো আমি নেতা হব
নেতা হওয়ার পথ যে সরল
বুদ্ধি খাটাব আমি মোড়ল।
যুগে যুগে আমাকে ডাকবে নেতা

নেতার ছেলে হবে নেতার পিতা
নাতি-পুতি সবাই নেতা
প্রজন্ম হতে প্রজন্ম পেরিয়ে
বলবে সবাই নেতার নেতা।
আমলারা সব স্যালুট করবে
উঠবে-বসবে আমার কথায়
অর্থনীতির অর্থপাতা
তৈরি করবে আমলা-বেটা।
বাবা বলে, সোনা আমার
নেতা হওয়া কষ্টের পথ
রাষ্ট্রতত্ত্ব  মহাবিশ্ব
জানতে হবে শিক্ষা দিয়ে
তবে হবে বিশ্বনেতা
দেশের মাটিতে উড়বে
স্বাধীন দেশের স্বাধীন পতাকা।
বাবা তুমি ভাবছ মিছে
কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে
কী হবে বিদ্যা শিখে
অল্প বিদ্যা হাতেখড়ি
অর্থ আসবে মুষ্ঠি ভরে
সাত বংশ খাবে বসে
আমি একবার নেতা হলে।
বাড়ি হবে, গাড়ি হবে
কণ্ঠে উঠবে নেচে
সম্মুখ হতে আওয়াজ উঠবে বজ্রকণ্ঠে
জ্বলবে আগুন দিকে দিকে
মারবে বোমা চলন্ত বাসে
সংবাদপত্রের ফ্রেমে
উঠবে ছবি গেমে।
নেতা নামের প্রসন্ন ফুল ফুটবে হেসে
জনগণকে দগ্ধ করে
অতঃপর সম্ভাষণ পাব
আমি নেতা বলে।
নেতা নামের পরিমল
ছড়বে তখন দিকে দিকে
আমি নেতা হব বলে।

আরও খবর