রাশিয়ার গোলায় জ্বলছে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

ডেস্ক নিউজ : ইউক্রেনে সামরিক অভিযান জোরদার করেছে রাশিয়া।
শুক্রবার ভোরে রুশ বাহিনীর গোলায় দেশটির জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে গেছে।
এটি ইউরোপের মধ্যে সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
রয়টার্সের খবরে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রটিতে চুল্লি ছয়টি। এর মধ্যে একটিতে আগুন জ্বলছে।
এর আগে ইউক্রেন জানিয়েছিল, রাশিয়ান সেনারা বিদ্যুৎ কেন্দ্র দখলে জোর চেষ্টা চালাচ্ছেন। তারা ট্যাঙ্ক নিয়ে শহরে প্রবেশ করেছেন।