আগুনে পুড়ে ছাই বঙ্গবাজার, ২০১৯ সাল থেকে ঝুঁকিপূর্ণ ছিল

আলোকিত প্রতিবেদক : ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেছেন, ২০১৯ সালের ১০ এপ্রিল বঙ্গবাজারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। দশবার নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা।

তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের আটজন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার সাড়ে ছয় ঘণ্টা পর ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে মহাপরিচালক এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার মাইন উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে দুটি বাধা ছিল উৎসুক জনতা ও পানির স্বল্পতা। বাতাসের কারণেও আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।

তিনি আরও বলেন, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের মাধ্যমে জানা সম্ভব হবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আরও খবর