ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার হাতেনাতে গ্রেফতার

আলোকিত প্রতিবেদক : রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।

মঙ্গলবার অফিসে অভিযান চালিয়ে তাকে আটকের পর কর কর্মচারীরা দুদক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।

পরে বেলা আড়াইটার দিকে পুলিশের সহায়তায় তারা অভিযুক্ত কর্মকর্তাকে নিয়ে বাইরে চলে আসেন।

দুদকের বিভাগীয় পরিচালক কামরুল আহসান জানান, মহিবুল ইসলাম গাইনি চিকিৎসক ফাতেমা সিদ্দিকীর আয়করের ফাইল পুনরায় চালু ও মামলার ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন। প্রথম কিস্তির ১০ লাখ টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয়।

তিনি আরও জানান, কর অফিসের কর্মচারীরা তাদের ওপর চড়াও হলে নিজেরা আত্মরক্ষার চেষ্টা করেন। মহিবুল ইসলামের বিরুদ্ধে দুদক আইনে মামলা হবে।

উপ-কর কমিশনার মহিবুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি অফিসের বাইরে থাকার সময় ডা. ফাতেমা টাকাগুলো ড্রয়ারে রাখেন। পরে দুদকের লোকজন তাকে ধস্তাধস্তি করে রুমে ঢুকিয়ে মারধর করেন।

আরও খবর