সরিষাবাড়ীতে আ.লীগ নেতা হারুন বাহিনীর তান্ডব : ব্যাংক লুটের চেষ্টা

আলোকিত প্রতিবেদক : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা।

এ সময় পৌরসভার ভেতরে অবস্থিত সোনালী ব্যাংকেও লুটপাটের চেষ্টা করা হয়।

পরে সন্ত্রাসীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভাঙচুর ও কর্তব্যরত চিকিৎসক সাহেদুর রহমানকে লাঞ্ছিত করে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রোকনুজ্জামান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের লোকজন পৌরসভায় হামলা চালিয়ে চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করেছে।

আওয়ামী লীগের কয়েকজন জানান, মেয়র রোকনুজ্জামানের সাথে হারুনের দ্বন্দ্ব রয়েছে। ওই জেরে হারুনের লোকজন এ তান্ডব চালায়।

সোনালী ব্যাংক শাখার ম্যানেজার রোকসানা পারভীন বলেন, সন্ত্রাসীরা ব্যাংক লুটের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে কয়েকটি মোটরসাইকেল ও জানালা ভাঙচুর করেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল উদ্দিন জানান, পৌরসভা, স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্যাংকে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর