পাসের হার কমলেও সঠিক মূল্যায়ন হয়েছে : শিক্ষামন্ত্রী
আলোকিত প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন, প্রশ্নফাঁস রোধ ও পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ির কারণে গত বছরের চেয়ে এবার কম পাস করেছে। এ বছর সঠিক মূল্যায়ন হয়েছে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বের আগে এসএসসি ও এইচএসসিতে কোন শৃঙ্খলা ছিল না। ফলাফল কবে হবে, সেটারও কোন সময়সীমা ছিল না। আমরা এসব ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ে এসেছি।
মন্ত্রী বলেন, পরীক্ষা মূল্যায়নে কোন পদ্ধতি ছিল না। কিন্তু আমরা একটা মূল্যায়ন পদ্ধতি চালু করেছি। এবার ফলাফল দেখে মনে হবে অনেক বেশি ফেল করেছে। মনে হতে পারে ছেলে-মেয়েরা খারাপ হয়ে গেছে। কিন্তু এভাবে দেখলে হবে না।
বৃহস্পতিবার সচিবালয়ে পরীক্ষার ফলাফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।