পদ্মায় প্রাণহানি : স্পিডবোটের মালিক-চালক ও ইজারাদারের বিরুদ্ধে মামলা

আলোকিত প্রতিবেদক : মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহতের ঘটনায় মামলা করেছে নৌ পুলিশ।

এতে স্পিডবোটের মালিক চান্দু মিয়া, জহিরুল ইসলাম, চালক শাহ আলম ও শিমুলিয়া ঘাটের ইজারাদার শাহ আলম খানকে আসামি করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন জানান, মামলাটি তদন্ত করবে নৌ পুলিশ। আসামিও ধরবে তারা। প্রয়োজনে থানা পুলিশ সহযোগিতা করবে।

তিনি আরও জানান, স্পিডবোটের চালক শাহ আলম পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুব খারাপ।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল রাজ্জাক জানান, মামলার সব আসামির বাড়ি মাওয়া এলাকায়। আসামিদের গ্রেফতারে নৌ পুলিশ ও গোয়েন্দা বিভাগসহ একাধিক টিম কাজ করছে।

তিনি আরও জানান, মামলায় স্পিডবোটের বেপরোয়া গতি, লাইসেন্স না থাকা ও অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ আনা হয়েছে।

আরও খবর