আপিলে ফেরেনি জাহাঙ্গীরের প্রার্থিতা, যাবেন হাইকোর্টে

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল নামঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে তার আপিল আবেদন নামঞ্জুর করা হয়।

এর আগে গত ৩০ এপ্রিল গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাইয়ে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে জাহাঙ্গীর আলম বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে ঋণখেলাপি বলে উল্লেখ করেন।

তবে জাহাঙ্গীর আলম বলছেন, তিনি কোনাবাড়ীর একটি কোরিয়ান কোম্পানির ঋণের জামিনদার। কোম্পানি গত ১৭ এপ্রিল ব্যাংকের টাকা পরিশোধ করেছে। এ সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার পরও তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আপিল নামঞ্জুরের প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম বলেন, আমি উচ্চ আদালতে যাব। আশা করি সেখানে ন্যায় বিচার পাব।

উল্লেখ্য, জিসিসি নির্বাচনে এবার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হন। একই সঙ্গে তার মা জায়েদা খাতুনকেও স্বতন্ত্র প্রার্থী করা হয়।

আরও খবর